English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বিগ বসে চ্যাম্পিয়ন টেলি অভিনেত্রী তেজস্বী

- Advertisements -

ভারতের সব থেকে বড় রিয়ালিটি শো বিগ বসে চ্যাম্পিয়ন হয়ে টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশ পেলেন নগদ ৪০ লক্ষ টাকার প্রাইজ মানি ও সুদৃশ্য ট্রফি৷ ফাইনালে তিনি হারান প্রতীক সহজপালকে যাঁকে অনেকে বিগ বসের বিজয়ী বলে ধরে নিয়েছিল৷

বিগ বস এর সঞ্চালক সালমান খান তেজস্বীর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় বইতে শুরু করে৷ তেজস্বির বিগ বস হাউসে নটঘট, স্বল্প পোশাকে ঘুরে বেড়ানো এবং অন্য প্রতিযোগী করণ কুন্দ্রার সঙ্গে খুল্লাম খুল্লা প্রেম ও অন্তরঙ্গ তা অনেকেই মেনে নিতে পারেননি৷ অনেকে আবার তেজস্বীর বাবলি লুক এর জন্যে তাঁকে ভোট দিয়েছেন৷ তেজস্বী শুধু যে বিগ বস এ বিজয়ী হয়েছেন তা নয়, হাউসে থাকাকালীনই তিনি একতা কাপুরের নাগিন – ষষ্ঠ পর্বে নতুন নাগিন নির্বাচিত হয়েছেন৷

এই প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ রাউন্ডে বাদ হয়ে যান যথাক্রমে করণ কুন্দ্রা ও শমিতা শেঠি৷ রবিবার ফাইনাল এর শুরুতেই নিশান্ত ভাট দশ লক্ষ টাকার সুটকেস নিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান৷

দীপিকা পাডুকোনের অফার ছিল যে কোনও প্রতিযোগী এই দশ লক্ষ টাকা নিয়ে ট্রফির দৌড় থেকে সরে যেতে পারেন৷ রবিবার কালার্স ন্যাশনাল চ্যানেলে এই ফাইনাল উপলক্ষে চাঁদের হাট বসেছিল৷ শো এর সঞ্চালক সালমান খান তো ছিলেনই৷ এ ছাড়াও ছিলেন দীপিকা পাডুকোন, অনন্যা পান্ডে, সেনাহজ গিল, রাখি সওন্ত, রশ্মী দেশাই, গহর খানের মতো তারকরা৷ ছিলেন প্রতিযোগীদের মা বাবারাও৷

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন