English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

বিএফডিএ অ্যাওয়ার্ড পেলেন যারা

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রদান করা হয়েছে ‘বিএফডিএ অ্যাওয়ার্ড’। শনিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

প্রথমবারের মতো পরিচালক সমিতির সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমাগুলো বাছাই করে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। ২০২২-এ আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) এবং এই জে মিন্টু। ২০২৩-এ আজীবন সম্মাননা দেয়া হয় এম এ আলমগীর ও কাজী হায়াতকে।

অনুভূতি প্রকাশ করে সোহেল রানা বলেন, ‘বলার অনেক কিছু ছিল। কিন্তু আজ আর বলব না। কারণ, বলার ইচ্ছেটা অনেকটা মিলিয়ে গেছে। সুন্দর একটি আয়োজন করায় সবাইকে ধন্যবাদ। এটার যেন হঠাৎ করে মৃত্যু না হয়। বাংলাদেশ তৈরি হওয়ার আগেই বাংলা সিনেমা তৈরি হয়েছে; সবাই চলচ্চিত্রের সঙ্গে থাকবেন।’

আলমগীর তার পরিচালকদের স্মরণ করে বলেন, ‘অ্যাওয়ার্ড জীবনে অনেকবার পেয়েছি। আজ আবার পেলাম, ভালো লাগছে। সত্যিকার অর্থে আমি ততটা মেধাবি শিল্পী নই। তবে একজন ভাগ্যবান শিল্পী। আমি খুব বড় বড় পরিচালকদের সাথে কাজ করেছি। তারা একেকজন একেকটা ইন্ডাস্ট্রি। আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন