নাসিম রুমি: ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা হওয়ার পাশাপাশি ‘বেশরম রঙ’ গানটির কারনে ব্যাপক আলোচিত সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। আর মুক্তিকে সামনে রেখে ২০শে জানুয়ারি শুরু হয়েছে এর অগ্রিম টিকেট বিক্রি। অগ্রিম টিকেট বিক্রির প্রতিক্রিয়া দেখে বলিউড ট্রেড বিশেষজ্ঞরা মনে করছেন ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’।
আন্তর্জাতিক বাজারে অনেক আগে শুরু হলেও, ভারতে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে ১৯শে জানুয়ারি থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অগ্রিম টিকেট বিক্রিতে আলোড়ন সৃষ্টি করেছে শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির পাঁচদিন আগেই অগ্রিম টিকেট বিক্রিতে সিনেমাটি পিছনে ফেলে দিয়েছে অনেক ব্লকবাস্টার সিনেমাকে। অগ্রিম টিকেট বিক্রি থেকে সিনেমাটির আয়কে অনেকেই কল্পনাতীত বলে মন্তব্য করছেন।
এদিকে ভারতে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রির কথা বিবেচনায় সিনেমাটি বক্স অফিসে সুনামি নিয়ে হাজির হচ্ছে বলে জানিয়েছেন ট্রেড বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এখন পর্যন্ত অনুমান অনুযায়ী স্বাভাবিক কর্মদিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে উদ্বোধনী দিনে ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’। ভারতীয় সিনেমার বাজারে এখন পর্যন্ত কর্মদিবসে সর্বোচ্চ আয়ের সিনেমা হচ্ছে এসএস রাজামৌলী পরিচালিত প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’।
এখন পর্যন্ত শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকদের উম্মাদনা আকাশচুম্বী। এই সিনেমার অগ্রিম টিকেট কিনতে অনলাইন প্লাটফর্ম এবং প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পরছেন দর্শকরা। প্রাথমিক ধারণা অনুযায়ী, মুক্তি প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে ৪০ থেকে ৪২ কোটি রুপি আয় করতে যাচ্ছে। এমনকি শেষ পর্যন্ত সংখ্যাটি ৪৫ কোটি রুপির বেশী হতে পারে বলেও মনে করছেন অনেকে। বলিউড বাদশার প্রত্যাবর্তনের সিনেমা হওয়ার কারনে স্বভাবতই এটি নিয়ে সবার আগ্রহ অনেক বেশী। সবকিছু বিবেচনায় প্রদর্শকরা উদ্বোধনী দিনে এই সংখ্যার প্রত্যাশা করছেন।