দুনিয়া মাতানো ‘বাহুবলী’ সিনেমা যারা দেখেছেন তাদের কাছে খুব প্রিয় একটি চরিত্র কাটাপ্পা। যিনি নায়ক না হয়েও সিনেমাটির সবচেয়ে আলোচিত চরিত্রে পরিণত হয়েছিলেন। সেই চরিত্রে অভিনয় করা দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সত্যরাজ করোনায় আক্রান্ত।
সম্প্রতি বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
এই মুহূর্তে স্থিতিশীল অভিনেতা। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
সত্যরাজের এক ঘনিষ্ঠজন ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তিনি খুব দ্রুত সেরে উঠছেন। দু’তিন দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু বাড়িতেও এক সপ্তাহ বা তার বেশি সময় ওকে নিভৃতবাসে থাকতে হতে পারে।’
ভারতে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে বলিউডে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও করোনা আক্রান্ত হচ্ছেন একাধিক তারকা। অভিনেতা মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাস।