English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বাবা হারালেন রাইমা সেন-রিয়া সেন

- Advertisements -
বাবা হারালেন ভারতীয় অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন। বর্ষীয়ান অভিনেত্রী ও রিয়া-রাইমার মা মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা মারা গেছেন। ৪৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জড়িয়েছেন ভরত বর্মা। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এদিন সকালে শরীরে অস্বস্তিবোধ করেন ভরতবাবু। দ্রুত খবর যায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে, সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও রাইমা সেন।

দুই মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন রাইমা।

বাবা তাঁর চোখে ‘রকস্টার’ এবং ‘সেরা বাবা’ জানান অভিনেত্রী। ৪৫ ছুঁইছুঁই রাইমা অবিবাহিত, বাবা-মা’র সঙ্গেই থাকতেন তিনি।

১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন মুনমুন সেন ও ভরত দেব ভর্মা। ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা।

নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেব বর্মার ছেলে ভরতের।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন