বাবা হারালেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীলেখার বাবা সন্তোষ মিত্র।
আজ সকালে শ্রীলেখা তার ফেসবুকে লিখেন—‘আমার বাবা।’ এরপর ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় এই অভিনেত্রী বলেন, ‘আমার বাবা আর নেই।’ শ্রীলেখার ভক্ত- শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে মন্তব্য করে সমবেদনা জানাচ্ছেন এই অভিনেত্রীকে।
এর আগে একাধিক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন—‘আমার বাবাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনো দিন, কোনো পদক্ষেপে বাধা দেননি তিনি। বরং অভিনেত্রী হিসেবে যাতে আরো উন্নতি করতে পারি এজন্য উৎসাহ জুগিয়েছেন।’