বাবা হারিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। নওশাবা নিজেই সামাজিক মাধ্যমে বিয়ষটি নিশ্চিত করেছেন। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নওশাবার বাবা লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন।
ঢাকার একটি হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেই ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। শেষ রক্ষা আর হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।