English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাবা হারালেন অভিনেত্রী রচনা

- Advertisements -

না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (৮৪)। বাবাকে হারানোর শোকে ভেঙে পড়েছেন এই তারকা।
দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন রচনার বাবা। কলকাতার গোলপার্কের এক বহুতল বাড়িতে থাকতেন তিনি।
রবিবার (১৪ নভেম্বর) রাত থেকেই শরীর খারাপ হতে শুরু করে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এরপর সোমবার (১৫ নভেম্বর) বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই দিনই শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার।
‘দিদি নাম্বার ১’খ্যাত এই তারকা প্রায়ই বলতেন, বাবা তার কাছে বন্ধুর মতো। স্বভাবতই বন্ধুসম বাবাকে হারিয়ে শোকস্তব্ধ এই নায়িকা। বাবার জীবন দর্শনেই উদ্বুদ্ধ রচনা।
‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায় থেকে ভারতীয় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রচনা। হাসিখুশি স্বভাবের জন্য সবার প্রিয় দিদি তিনি। অনুষ্ঠানটির মঞ্চে সবার দুঃখ ভাগ করে নেন এই তারকা, শক্তি আর সাহস জোগান জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। কিন্তু বাবাকে হারিয়ে কিছুটা হলেও থমকে গেল তার জীবনের গতি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন