আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন খালিদ হাসান মিলু। অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের কানে এসেছে তার কন্ঠ হয়ে। গেয়েছেন সিনেমারও গানও। এমন কি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও গান করেছেন তিনি।
২০০৫ সালের ২৯ মার্চ মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যবরণ করেন তিনি। তার মৃত্যর আগে শেষ সাক্ষাৎকার দিয়েছিলেন ইত্যাদিতেই। তার দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। তারাও অনেকটা পরিচিত পেয়েছেন ইত্যাদি সুত্রেই।তাদের প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিলো ইত্যাদির মাধ্যমেই। দুই ভাই প্রতীক ও প্রীতম একসঙ্গে প্রথম জুটি বেঁধেও গান করেন ইত্যাদিতেই।বাবার মৃত্যুবার্ষিকী আরি ঈদের ইত্যাদি প্রচার প্রায় কাছাকাছি সময়ে। তাই বাবার স্মরণে আবারও ইত্যাদিতে হাজির হলেন দুই সন্তান প্রতিক ও প্রীতম।জানা যায়, এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভাই। গানটির ফোক অংশে ইত্যাদিতেই গাওয়া খালিদ হাসান মিলুর সেসময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে।এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ০৮জন তরুণ বিট বক্সার। গত ০২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। বরাবরের মতো এবারের ইত্যাদিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।