বাবার মৃত্যুবার্ষিকীর দিনই মাকে হারালেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। গতকাল (১৭ জুলাই) রাত ৮টায় মা মনুয়ারা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি… রাজিউন)।
তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আফজাল একই তারিখে এর আগে তার বাবা আলি আশরাফ হোসেনকে হারিয়েছেন।
ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য কামাল বায়েজীদ মায়ের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফজাল ভাইয়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার কিডনি জটিলতাও ছিল।’