English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাবার প্রেমিকার সাথে সিনেমা দেখলেন দুই সন্তান

- Advertisements -

নাসিম রুমি: এমনিতে কটাক্ষ খুব একটা ঘিরে থাকে না হৃতিক রোশনকে। তবে এবার কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। দুই ছেলে ও প্রেমিকা সাবা আজাদকে নিয়ে সিনেমা হলে যেতেই নেটিজেনদের একটা বড় অংশ করে উঠল হায়-হায়।

পরিবারকে নিয়েও উঠল প্রশ্ন। তাঁদের কটাক্ষ, ‘এই ধরনের ঘটনা কি আদপে ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায়?’ জুহুর এক সিনেমা হলে গিয়েছিলেন দু’জনে। হৃতিক পরেছিলেন খাকি রঙের প্যান্ট। অন্যদিকে সাবা পরেছিলেন কালো রঙের ক্রপ টপ।

কটাক্ষ হলেও তাঁদের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের মতে হৃতিক ও সাবা অনেক বেশি আসল। নেই কোনও বায়নাক্কা। নেই সেলেব সুলভ আচরণ। সাদামাঠা থাকতেই পছন্দ করেন। আজকাল এমন সেলেব কাপল মেলা যে দুষ্কর।

হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের খবর আর নতুন নয়। নিজেরাও সেই সম্পর্কে কবেই দিয়েছেন শিলমোহর। নিজেরা নতুন ফ্ল্যাট কিনেছেন। জুহুর সেই ঝাঁ চকচকে ফ্ল্যাটে একসঙ্গে থাকেনও দু’জনে। তবে শোনা যাচ্ছে, এই বছরেই নাকি বিয়ে করবেন তাঁরা। আগামী নভেম্বরেই নাকি এক হবে চার হাত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন