নাসিম রুমি: নিজের ক্যারিয়ারকে গুরুত্ব না দিয়ে বান্ধবীর কঠিন সময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘দ্যা বাকিংহাম মার্ডারস’ সিনেমা। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কারিনাকে। কিন্তু তিনিই সিনেমাটির প্রমোশনাল ইভেন্টে যেতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্যক্তিজীবনে কারিনার বেস্ট ফ্রেন্ডের তালিকায় রয়েছেন মালাইকা ও অমৃতা অরোরার না। তাই বান্ধবীর কঠিন সময়ে বন্ধুত্বের পরিচয় দিতে ও তাদের পাশে থাকতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রমোশনাল ইভেন্ট বাতিল করেন কারিনা।
বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের বান্দ্রার বাড়ির ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড তারকা মালাইকা অরোরার বাবা অনিল মেহতা। এমন দুঃসংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গিয়ে বান্ধবীর পাশে দাঁড়ান অভিনেত্রী। স্বামী বলিউড অভিনেতা সাইফ আলি খানকে নিয়ে এখনও ভরসা দিয়ে চলেছেন বান্ধবীর পরিবারকে।
এমন পরিস্থিতিতেই শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনা অভিনীত ‘দ্যা বাকিংহাম মার্ডারস’। একতা কাপুর প্রযোজিত এ সিনেমা এগিয়েছে এক শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে। থ্রিলারধর্মী টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন নির্ভর পুরো সিনেমাতেই কারিনাকে শিশু হত্যার হত্যাকারীকে খুঁজে বের করতে দেখা যাবে।