তারকা মানেই কৌতূহল, তাদের লাইম লাইটের বাইরের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। অনেক কিছু তারকারা আড়ালে রেখে চলতে চায়, এরপরও প্রায়ই স্টারদের অন্দরমহলের খবর বাইরে চলে আসে।
এভাবেই একবার বচ্চন পরিবারের অন্দরমহলের খবর সামনে এসেছিল, যে খবর মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। বলা হয়েছিল ঐশ্বরিয়া রায় বচ্চনের থেকে টাকা ধার নিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের লোন চোকানোর জন্যই নাকি এমন সিদ্ধান্ত। তবে এই জল্পনা কতটা সত্যি!
জানা গেছে, লোকসভা নির্বাচণে দাঁড়িয়েছিলেন জয়া বচ্চন। তখনই জয়াকে জানাতে হয়েছিল সম্পত্তির বিস্তারিত তথ্য। সেখানে খোলসা হয়েছিল তিনি ও অমিতাভ অভিষেক ও ঐশ্বরিয়া রায়ের থেকে বেশি কিছু পরিমাণ টাকা ধার করেছেন।
ওই নির্বাচনী তথ্যে বলা হয়, ১০৮ কোটি রুপি ধার করেছিলেন অমিতাভ বচ্চন বিভিন্ন জায়গা থেকে। যার মধ্যে ২১ কোটি রুপি দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। অন্য দিকে, ৪৮ কোটি টাকা ধার করেছিলেন জয়া বচ্চন। যার কিছুটা অংশ তিনি নিয়েছিলেন ছেলে অভিষেকের থেকে।