English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

‘বাথটাব’ ফটোশুটের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তীর ঝড়

- Advertisements -

আবারও সংবাদের শিরোনাম হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বিবাহ, প্রেম সব কিছু নিয়ে আলোচনা-সমালোচনা হয় নেটিজেনদের মধ্যে। এবার শ্রাবন্তীর ‘বাথটাব’ ফটোশুটের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ঝড় তুলেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) ফটোশুটের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রাবন্তী ক্যাপশানে লেখেন, ‘যদি এটা আপনাকে খুশি রাখে, তাহলে শান্ত থাকুন।’ হ্যাসট্যাগ দেখে মনে হচ্ছে জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই এই ফটোশুট করেছেন শ্রাবন্তী।

তার এই পোস্টে কমেন্ট করেছেন অভিনেতা ওম সাহানি। তার কমেন্টের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। এছাড়াও শ্রাবন্তীর এই পোস্টে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এমনিতেই নেটদুনিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।

যদিও অনেকবার বিভিন্ন ছবি ও ভিডিও দিয়ে ট্রোলও হতে হয়েছে শ্রাবন্তীকে। তবে এবার আর তেমনটা ঘটেনি। শ্রাবন্তীর এই ‘বাথটাব’ ফটোশুটে নেটপাড়া একপ্রকার মন্ত্রমুগ্ধ। কিছুদিন আগে পর্যন্ত মোটা হয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরেও বিভিন্ন কটুকথা শুনতে হয়েছিল শ্রাবন্তীকে।

উল্লেখ্য, গত জুলাই মাসে মুক্তি পেয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘অচেনা উত্তম’। যেখানে মহানায়কের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন