English

23 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

বাতিঘরের নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’

- Advertisements -

জনপ্রিয় নাট্যদল বাতিঘর এবার আসছে তাদের অন্যতম নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’ নিয়ে। বহুল আলোচিত এই নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মুক্তনীল। আগামী ২৬ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭.১৫ মিনিটে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হতে যাচ্ছে নাটকটির ৯ম প্রদর্শনী।

একজন নওশাদ হাসান হিমু ওরফে হিমালয় হিমু, প্রথম যাঁর কথা ২০১৩ এর ২৪ এপ্রিল রানা প্লাজা ট্রাজেডিকে কেন্দ্র করে মানুষ জানতে পারে।

এক উন্মাদনার বসে ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহত লোকজনকে উদ্ধার করেন তিনি । এরপর ২০১৯ সালের ২৪ এপ্রিল গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন হিমু।
হিমুর প্রয়াণের ৩ বছর অতিবাহিত হতে যাচ্ছে। হিমুকে কেন্দ্র করে  এই নাটকের মধ্য দিয়ে সমাজের নানাবিধ বিচারহীনতার বাস্তব রূপকে  ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাতিঘর।
নাটকটিতে অভিনয় করেছেন সাদ্দাম রহমান সহ বাতিঘরের নাট্যকর্মীরা। সঙ্গীতে রয়েছেন মুহাইমিন অঞ্জন এবং আলোক প্রক্ষেপণে রয়েছেন তানজিল আহমেদ। এছাড়াও মাংকি ট্রায়াল, ঊর্ণাজাল, র‍্যাডক্লিফ লাইন সহ বেশ কিছু আলোচিত নাটক রয়েছে বাতিঘরের ঝুলিতে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন