নাসিম রুমি: বলিউডের বেতাজ বাদশা অমিতাভ বচ্চন। একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, বিভিন্ন খাত থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ৩৫০ কোটি টাকা আয় করেছেন তিনি।
এদিকে অভিনেতার ছেলে অভিষেক বচ্চন এমন এক কাজ করেছেন, যেখান থেকে ঘরে বসেই মাসে ২০ লাখ টাকা উপার্জন করেন তিনি।
অভিনেতারা সাধারণত খবরে আসেন তাদের অভিনয় ও উপার্জনের কারণে। কিন্তু অভিষেক বচ্চন এমন এক মানুষ, যিনি হঠাৎই আলোচনায় এসেছেন তার বিনিয়োগের কারণে।
মুম্বাইয়ের জুহুতে জলসা নামক যে বাংলোতে থাকে বচ্চন পরিবার, তার কাছেই আরও দুটো বাংলো রয়েছে তাদের। বৎস ও আম্মু নামক দুটি বাংলোর গ্রাউন্ড ফ্লোর অভিষেক বচ্চন ভাড়া দিয়েছেন ভারতীয় স্টেট ব্যাঙ্ককে।
আর জুহু মুম্বাইয়ের অন্যতম প্রধান সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ফলে সেখানে কমার্শিয়াল জমি বা বাড়ির চাহিদা খুবই বেশি।
২০২১ সালের ২৮ সেপ্টেম্বর করা ১৫ বছরে মাসিক ১৮ লাখ ৯০ হাজার চুক্তিতে ওই জায়গা ভাড়া নিয়েছে স্টেট ব্যাঙ্ক। চুক্তি অনুযায়ী, প্রতি ৫ বছরে ছাড়া ২৫ শতাংশ ভাড়া বাড়বে ওই জায়গার।
সেক্ষেত্রে, ২০২৬ সালে ৫ বছর পার হওয়ার পর ভাড়ার অংক বেড়ে হবে ২৩ লাখ ৬০ হাজার টাকা। ১০ বছর শেষের পর ওই ভাড়া বৃদ্ধি পেয়ে হবে ২৯ লাখ ৫০ হাজার টাকা। ওই জায়গায় কমার্শিয়াল প্লেস ভাড়া পেতে প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা ডিপোজিট হিসাবে রেখেছে ব্যাংকটি। যা আসলে চুক্তি অনুযায়ী ১ বছরের ভাড়ার সমান।
সে হিসেবে প্রায় প্রতিবছর বাড়ি ভাড়া দিয়েই ২ কোটি টাকা উপার্জন করছেন অভিষেক বচ্চন। যা একজন সরকারি কর্মকর্তার বেতনের চেয়েও বেশি।
উল্লেখ্য, সামনেই অভিষেক বচ্চনের নতুন সিনেমা হাউসফুল ৫ আসছে। অভিষেক বচ্চন ছাড়া ওই সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা। তরুণ মনসুখানির পরিচালনায় এই সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ৬ জুন।