English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ, এক রাত থাকার খরচ কত?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের কিং খান শাহরুখের মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি মন্নত সম্পর্কে সবারই জানা। এ ছাড়াও তার বাড়ি রয়েছে বিশ্বের বেশ কিছু শহরে। এর মধ্যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে তার যে বাড়ি রয়েছে, সেটি ভাড়ায় দেন তিনি। এই বাড়ির ভাড়া রাতপ্রতি প্রায় দুই লাখ টাকা।

শাহরুখের লস এঞ্জেলসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। এই বাড়ি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বড় বড় দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয় কামরার এই বাড়িতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এই বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়।

এই বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা। আনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শ্যুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন অভিনেতা।

বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে একজন শাহরুখ। তার বাড়ি মন্নত মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বললে অত্যুক্তি হবে না। প্রায় দিনই মন্নতের সামনে মানুষ ভিড় জমান অভিনেতাকে একঝলক দেখার জন্য। কখনো সেই ইচ্ছাপূরণ হয়, কখনো আবার শাহরুখ দর্শন থেকে যায় অধরা। মুম্বাই, লস অ্যাঞ্জেলস ছাড়াও শাহরুখের বাড়ি রয়েছে লন্ডন, দুবাইতেও।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাতের লেখা মানুষ চেনায়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন