নাসিম রুমি: ভারতের হায়দরাবাদের পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় এবার হামলার শিকার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে হায়দরাবাদে নায়কের জুবিলি হাউসে পাথর ছুঁড়ে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় দুই সন্তানকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।
ভারতীয় গণমাধ্যমের খবর, হায়দরাবাদের থিয়েটারে সেই মহিলা ভক্তের মৃত্যুর ঘটনায় রোববার (২২ ডিসেম্বর) অভিনেতার বিচারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। এদিন দুপুরে নায়কের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে, টব ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় প্রবেশপথ।
শুধু তাই নয়, নিহতের পরিবারকে ১ কোটি রুপি দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। উল্লেখ্য, যদিও এর আগে সেই নিহতের পরিবারকে ২৫ লক্ষ রুপি দিয়ে আর্থিক সাহায্য করেছেন আল্লু। তার গ্রেপ্তারের খবর শুনে নিহতের স্বামীও মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
এই দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা গেল, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির সীমানা দেওয়ালের ওপর উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। একদল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েন আল্লু অর্জুন।
তাই তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল নেটমাধ্যএম। দেখা যায়, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই। জানা গেছে, দুই সন্তানকে আল্লুর বাবা-মা এর কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।
দিন কয়েক আগেই সন্ধ্যা থিয়েটারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন। যদিও ৫০ হাজার রুপির বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ছাড়া পেয়ে যান অভিনেতা। তবে সেই ঘটনার রেশ কিছুতেই যেন পিছু ছাড়ছে না আল্লুর।