English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

বাড়িতে ঢুকল অজ্ঞাতপরিচয় ব্যক্তি, ভিডিও প্রকাশ করলেন ঋত্বিক

- Advertisements -
সদ্যই বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করা হয়। সেই ঘটনায় উত্তপ্ত হয় গোটা ভারত। ভয়ংকর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে ঢুকে পড়লেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। যেখানে তার সঙ্গে হয়েছে ধাক্কাধাক্কিও! ইনস্টাগ্রামে এ কথা জানালেন অভিনেতা নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ঋত্বিক। সেখানেই তিনি জানান, একটি আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন তিনি। আচমকাই এক ব্যক্তি ব্যালকনি দিয়ে ঢুকে পড়েছিলেন তার বাড়িতে। সে সময় বই পড়ছিলেন অভিনেতা।
এরপর তিনি পানি খাওয়ার জন্য ফ্রিজের কাছে যেতেই ওই ব্যক্তি তার সামনে হাজির হন। 

ঋত্বিক বলেন, ‘ধাক্কাধাক্কি হয়, ও ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি।’ অভিনেতা চিৎকার করে উঠতেই তার বাড়ির লোক চলে আসে এবং ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি দরজা দিয়ে পালায়। এর পরই অভিনেতা বলেন, ‘কিন্তু এর পরই আমি সিসিটিভি চেক করেছি, ফুটেজ দেখেছি। আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করছি।’

এর পরই দেখা যায় একটি সিসিটিভি ফুটেজ। আর তাতেই পরিষ্কার হয় ঘটনা। ফুটেজে দেখা যায় এক মুখ ঢাকা ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় আচমকাই সিসিটিভির সামনে এসে দাঁড়ান। তারপর একটি চিরকুট বার করে সিসিটিভির সামনে তুলে ধরেন।
চিরকুটে লেখা ছিল, ‘এটুকুই জানাতে এসেছিলাম…পরিচয় গুপ্ত আসছে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।’ 

আসলে গোটা বিষয়টি অভিনেতার আসন্ন সিনেমা ‘পরিচয় গুপ্ত’-এর মুক্তির তারিখ প্রকাশ করার ভিডিও। পরিচালক রণ রাজের এই সিনেমায় ঋত্বিক চক্রবর্তী ছাড়াও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক পরিচিত মুখ।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন