ঋত্বিক বলেন, ‘ধাক্কাধাক্কি হয়, ও ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি।’ অভিনেতা চিৎকার করে উঠতেই তার বাড়ির লোক চলে আসে এবং ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি দরজা দিয়ে পালায়। এর পরই অভিনেতা বলেন, ‘কিন্তু এর পরই আমি সিসিটিভি চেক করেছি, ফুটেজ দেখেছি। আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করছি।’
আসলে গোটা বিষয়টি অভিনেতার আসন্ন সিনেমা ‘পরিচয় গুপ্ত’-এর মুক্তির তারিখ প্রকাশ করার ভিডিও। পরিচালক রণ রাজের এই সিনেমায় ঋত্বিক চক্রবর্তী ছাড়াও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক পরিচিত মুখ।