নাসিম রুমি: বলিউড বাদশা শাহরুখ খান। যাঁর প্রতি ভক্তদের ভালবাসা যেন আকাশছোঁয়া। মুম্বাইয়ের মন্নত-এর সামনে প্রতিদিন অসংখ্য ভক্তের ভিড় লেগে থাকে। কেউ তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায়, তো কেউ অটোগ্রাফের আশায়। তবে শাহরুখের ভক্তদের নিয়ে এমন কিছু অভিজ্ঞতা রয়েছে, যা শুনলে অবাক হতে হয়। সম্প্রতি তেমনই এক ঘটনার কথা নিজেই জানিয়েছেন কিং খান।
একদিন, এক অদ্ভুত ঘটনা ঘটে। শাহরুখের বাড়িতে এক ভক্ত গোপনে ঢুকে পড়েন। কীভাবে তিনি নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মন্নত-এর ভেতরে প্রবেশ করেছিলেন, তা আজও রহস্য।
শাহরুখের কথায়, ‘রাতে খবর আসে, কেউ একজন আমাদের সুইমিং পুলের দিকে যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরতে গেলে তিনি সুইমিং পুলে লাফিয়ে পড়েন!’ ঘটনাটি শুনে কিং খান অবাক হন। যখন সেই ভক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি জানান, তাঁর জীবনের স্বপ্ন ছিল শাহরুখ খান যেখানে স্নান করেন, সেখানে একবার স্নান করা।
সেই কথা শুনে শাহরুখ খান নিজে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই ভক্ত দেখা না করেই চলে যান। যাওয়ার আগে শুধু বলেন, ‘আমার যা করার ছিল, আমি তা করেছি। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে নেই।’
স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ বলেন, ‘ওর আবেগে মুগ্ধ হয়েছি। এখনও মনে পড়লে অবাক হই। হাসিও পায়। তবে এমন ঘটনা একদিক থেকে ভয়েরও।’