জানা গেছে, আসন্ন প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে যার কারণে এটির চিত্রনাট্য এখনো তৈরি হয়নি। তবে জায়ান স্ট্রিম ‘এইচবিও’ শো’টি নিয়ে কাজ করতে আগ্রহী।
বিশেষ সূত্র বলছে, এইচবিও এবং ওয়ার্নার ব্রোস এই ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট একটি ফিচার ফিল্ম তৈরি করবে। যা হবে ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল। প্রিক্যুয়েলের সম্ভাব্য প্লট হবে, কীভাবে এগন টারগেরিয়ান এবং তার বোন/স্ত্রী ভিসেনিয়া এবং রেনিস তাদের সেনাবাহিনী এবং তাদের তিনটি ড্রাগন ব্যবহার করে ওয়েস্টেরসের সাতটি রাজ্যের মধ্যে ছয়টি জয় করেছিলেন।
এগন টারগেরিয়ান হলেন টারগেরিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ওয়েস্টেরসের প্রথম রাজা, যিনি সর্বপ্রথম আয়রন সিংহাসনে বসেন। গেম অফ থ্রোনসের সময়কালের প্রায় ৩০০ বছর আগে এগনের রাজত্বকাল ছিল। মূলত এগন টারগেরিয়ানের রাজত্বকাল নিয়েই তৈরি হবে এই ফিচার ফিল্ম।