ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক’দিন আগেই হবু বরকে পরিচয় করিয়েছেন। করেছেন আংটি বদলও। এরই মাঝে আরেকটি সুসংবাদ দিলেন এই নায়িকা। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সিনেমার নাম ‘পথে হলো দেখা।’
জানা গেছে, গত শনিবার এ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন তিনি। তবে এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা। জানা গেছে, ডিসেম্বরে সেন্সরবোর্ডে জমা পড়বে ছবিটি।
‘পথে হলো দেখা’র নায়ক কে হবেন তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে রায়হান জুয়েল বলেন, ‘ব্যাটে-বলে এখনো মিলছে না। চেষ্টা করছি দ্রুত নায়ক চুক্তিবদ্ধ করাতে। সময় লাগার কারণও রয়েছে একটু। আমি এ সিনেমাটার জন্য টাইম ম্যানেজমেন্টকে খুব গুরুত্ব দিচ্ছি। ক্যামেরা অন হওয়ার পরই দেশের বিভিন্ন জেলায় শ্যুটিং হবে। তখন শিডিউলটা অনেক টাইট হবে। এ বিষয়গুলো নায়ক বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি। তাই কিছুটা সময় লাগছে।’
তিনি আরও বলেন, ‘শিডিউলের এ বিষয়গুলো মিমের সাথেও শেয়ার করে নিয়েছি। তার সঙ্গে ব্যাটে-বলে মিলে যাওয়ায় চুক্তিবদ্ধ পর্ব শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে শ্যুটিং শুরু করব।’
জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মিত হবে। শৌখিন বলেন, ‘নাটক লেখা ও নির্মাণের পাশাপাশি বড় পর্দার জন্য চিত্রনাট্য লেখাটাও নিয়মিত করতে চাই।’
জানা গেছে, এ সিনেমায় মিমের চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী এক পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতে চান তিনি। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান। এভাবেই ছবির গল্প গড়ায়।
উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন