নাসিম রুমি: বাংলা শিখেছেন কারিশমা কাপুর। ক্যামেরার সামনে সবসময় নায়িকাসুলভ ব্যবহার করতেই দেখা যায় কারিশমা কাপুরকে। কিন্তু হঠাৎ তিনি একটানা ধূমপান, মদ্যপানে আসক্ত! আগামী সিরিজ ‘ব্রাউন’-এ এমনই এক চরিত্রে দেখা যাবে তাকে। যার জন্য প্রায় টানা ৪৫ দিন কলকাতায় ছিলেন অভিনেত্রী।
অ্যাঙ্গো ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্র মূলত কলকাতা নির্ভর। তাই রীতিমত বাংলাও শিখতে হয়েছিল তাঁকে। তবে এই চরিত্র বেশ চ্যালেঞ্জিং ছিল করিশ্মার কাছে। অতীতে অনেক কঠিন চরিত্রে অভিনয় করলেও তিনি কোথাও গিয়ে যেন অস্বস্তিতে ভুগতেন এই ছবির চরিত্র নিয়ে।
চেইন স্মোকার অর্থাৎ ধূমপানে আসক্তি, মাদক সেবন সবই ছিল এই চরিত্রের একটা অংশ। তবে কাজের দিক থেকে এই ব্রাউন সত্যই করিশ্মার কাছে ভীষণ সুখকর। তিনি বলেন বাংলা শিখতে খুব পরিশ্রম ও সময় আমাকে দিতে হয়েছে। আমার বিশ্বাস এ ছবিতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখবেন।