English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে

- Advertisements -

নাসিম রুমি: কয়েকদফা পেছানোর পর আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। কিন্তু ৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছেনা ছবিটি। নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হলো। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিলো দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (২ মে) মিটিং ছিলো। মিটিং শেষে তারা এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি ১২ মে।

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন বলেন, ‘দেশীয় সিনেমার খাতিরে আমরা ‘পাঠান’ সিনেমা মুক্তি দুই সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছিলাম। আজ মিটিংয়ে সেটি এক সপ্তাহ পেছানো হয়েছে। সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আমাদের অবেদন কিছুটা হলেও শুনেছে। এটাই অনেক বড় কিছু। আমার মনে হয় এই এক সপ্তহে অনেক পরিবর্তন আসবে। অনেক কিছু পাল্টে যাবে।’

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রসঙ্গত, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এ ছাড়া এতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন