English

22 C
Dhaka
বুধবার, মার্চ ৫, ২০২৫
- Advertisement -

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে শাহরুখের টুইট

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল আলোচিত বলিউডের সিনেমা ‘পাঠান’। সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশি এক ভক্তের প্রশ্নের জবাবে আজ সোমবার টুইটারে শাহরুখ খান বলেছেন, ‘আমাকে বলা হয়েছে, খুব দ্রুতই সেখানে সিনেমাটি মুক্তি পাবে।’

তার আগে গতকাল রোববার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে সিনেমাটি মুক্তির বিষয়ে জানানো হয়।
দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই গতকাল সংবাদ সম্মেলনে ছিলেন।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা থাকছে না।

গত ২৫ জানুয়ারি ‘পাঠান’ ভারতে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
বাদল আহমেদ
বাদল আহমেদ
2 years ago

Nice
আমি srk এর একজন বড় ভক্ত আমি মালয়েশিয়ায় তিনবার দেখেছি পাঠান ছবিটি

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন