নাসিম রুমি: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। বাংলাদেশও এই তালিকায় যুক্ত হতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বাংলাদেশে আপাতত মুক্তি পাচ্ছে না।
সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া যাবে কি না, মঙ্গলবার সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়।
যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ।
বৈঠক সূত্রে জানা যায়, তথ্য মন্ত্রণালয় থেকে আপাতত ছবিটি দেশে মুক্তির অনুমতি মেলেনি। বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটির মিটিংয়ে ছবিটি মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানানো হয়েছে।