নাসিম রুমি: বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী অ্যাঞ্জেল নূরের প্রশংসায় পঞ্চমুখ ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অ্যাঞ্জেলের গাওয়া ‘যদি আবার’ শিরোনামের গানটি শুনে প্রশংসা করেন বলিউডের শ্রোতাপ্রিয় এই শিল্পী।
অরিজিৎ সিং তার মাইক্রোব্লগিং সাইট এক্সে অ্যাঞ্জেলের গাওয়া গানটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন— “কী দারুণ গান।”
অ্যাঞ্জেল নূর তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে লেখেন, “অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব।” এ পোস্ট অ্যাঞ্জেলের ভক্ত-অনুরাগীরাও প্রশংসা করছেন। শুধু তাই নয়, তরুণ এই গায়কের গানটি নিয়ে অরিজিতের ফ্যানপেজেও আলোচনা চলছে।
বিভিন্ন শিল্পীর গান কাভার করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আলোচনায় উঠে আসেন অ্যাঞ্জেল নূর। এরপর নিজের গান প্রকাশ করেন। ‘যদি আবার’ গানটি অ্যাঞ্জেল নূরের লেখা ও সুর করা। বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন গানটি।
কেবল গানই নয়, অভিনয়ও করেন অ্যাঞ্জেল নূর। সর্বশেষ ‘বলী’ সিনেমায় দেখা গেছে তাকে। এটি পরিচালনা করেন ইকবাল হোসাইন চৌধুরী। বর্তমানে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত পার করছেন নূর।