নাসিম রুমি: একই মঞ্চে উপস্থিত সালমন খান ও সোনু নিগম। সেই মঞ্চে চলছিল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান। সোনু এসে অন্যান্যদের সঙ্গে মোমবাতি নিয়ে প্রদীপ জ্বালালেন। একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান। তাঁর হাতেও ছিল মোমবাতি।
তবে সোনুকে প্রদীপ জ্বালাতে দেখেই নিজের মোমবাতি নিভিয়ে দেন সল্লু, মুখ ঘুরিয়ে নেন!
শনিবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। যদিও প্রদীপ না জ্বালালেও সেই মুহূর্তে মঞ্চ ছাড়তে পারেননি তিনি। চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন।
অন্যদিকে সকলের অনুরোধে প্রদীপ জ্বালালেন গায়ক, আরও অনেককেই অবশ্য সেখানে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে। তবে সলমন কেন প্রদীপ জ্বালালেন না, সোনুকে দেখেই কি মুখ ঘুরিয়ে নিয়েছেন? উঠেছে সেই প্রশ্ন
এমনকি অনুষ্ঠানে সলমন- সোনুকে পরস্পরের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি।