মাকে বলা হয় সন্তানদের প্রথম শিক্ষক। সন্তানরা প্রাথমিকভাবে মায়ের কাছ থেকেই সব কিছু শিক্ষা নেয়। তাইতো বলিউড অনুরাগীদের অনেকে জানার ইচ্ছে আছে তাদের প্রিয় নায়িকাদের মায়েরা কে কত দূর পড়াশোনা করেছেন, কী করছেন? এবার জেনে নিন বলিউডের নায়িকাদের মায়েদের সম্পর্কে-
আলিয়া ভাট: তার মায়ের নাম সোনি রাজদান। আলিয়ার মা একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘সারাংশ’, ‘রাজি’ সিনেমার মতো একাধিক সিনেমা নির্মাণ করেছেন।
কৃতি স্যানন: তার মায়ের নাম গীতা স্যানন। কৃতির মা গীতা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শুধু তাই নয়, তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
ভূমি পেডনেকর: তার মায়ের না সুমিত্রা পেডনেকর। ভূমির মা সুমিত্রা একজন ধূমপানবিরোধী কর্মী। সুমিত্রার স্বামী অর্থাৎ ভূমির বাবা সতীশ বাবু অতিরিক্ত ধূমপানের জন্য খুব অল্প বয়সে মারা যান। তারপর থেকেই সুমিত্রা দেবী এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। মানুষকে সচেতন করে যাচ্ছেন।