নাসিম রুমি: বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবিন্দর পুত্র যশবর্ধন অহুজা অবশেষে তার বলিউড যাত্রা শুরু করতে চলেছেন। সাই রাজেশ পরিচালিত একটি রোমান্টিক ছবির মাধ্যমে তিনি ২০২৫ সালে অভিষিক্ত হতে যাচ্ছেন। এই ছবিটি প্রযোজনা করবেন মধু মানতেনা, অল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস। ধারণা করা হচ্ছে আহুজা বলিউডে রীতিমতো অস্থির অবস্থা তৈরি করে ফেলবেন।
যশবর্ধন এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন সম্পূর্ণ মেধার ভিত্তিতে। তিনি এই ছবির জন্য অডিশন দিয়েছিলেন এবং নির্মাতারা তার অভিনয় পছন্দ করেছেন। যার ফলে তাকে ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে। যশবর্ধনের মতোই, তার পিতা গোবিন্দা ১৯৮৬ সালে রোমান্টিক ছবি ‘লাভ ৮৬’ এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। যশবর্ধনের বিপরীতে প্রধান নারী চরিত্রের জন্য চলছে দেশব্যাপী অডিশন।
বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া পরিচালিত এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই ১৪ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। খুব শিগগিরই নায়িকার নাম চূড়ান্ত হবে বলে জানা গেছে। নির্মাতারা ২০২৫ সালের গ্রীষ্মে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। আশা করা যাচ্ছে, ছবিটি ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালে মুক্তি পেতে পারে।