নাসিম রুমি: দীর্ঘ পাঁচ বছর ধরে বলিউডে অনুপস্থিত প্রিয়াঙ্কা। ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর স্বামীর সঙ্গে মার্কিনমুলুকে স্থায়ীভাবে বসবাস করছেন এই ‘দেশি গার্ল’। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা।
গত বছর প্রিয়াঙ্কা জানিয়েছিলেন- বলিউডে তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল, যার ফলে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন এই অভিনেত্রী। ভক্তদের জন্য সুখবরের আভাস মিলেছে, অবশেষে মান-অভিমান ভুলে বলিউডে ফেরার জোরালো ইঙ্গিত দিলেন ‘বারফি’ খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনি জানান একটি হিন্দি ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই একটি হিন্দি সিনেমা সাইন করতে যাচ্ছি। সবাই আঙুল ক্রস করে রাখুন।’
প্রিয়াঙ্কা তার ভারতীয় শিকড়ের কথা উল্লেখ করে বলেন, ‘বলিউড আমার পরিবারের অংশ, আমার বড় হওয়ার অভিজ্ঞতার অংশ।’ ভারতীয় সিনেমার প্রতি তার ভালোবাসা অটুট এবং বলিউড তার হৃদয়ের খুব কাছের বলেও জানান তিনি।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও জানান যে তিনি বলিউডের নাচের দৃশ্যগুলো সবচেয়ে বেশি মিস করেন। তার অসংখ্য হিট গানের জন্য বলিউডে তিনি বিশেষভাবে জনপ্রিয়।
সম্প্রতি প্রিয়াঙ্কা লন্ডনে তার হলিউড সিরিজ সিটাডেল এর দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন। এই সিরিজে তিনি এজেন্ট নাদিয়া চরিত্রে অভিনয় করছেন। রেড সি ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তার স্বামী নিক জোনাস। মেয়ে মালতী মারির সঙ্গে ছুটি কাটানোর পর তারা এই অনুষ্ঠানে যোগ দেন।
২০২৫ সালে প্রিয়াঙ্কার বলিউডে ফেরার সম্ভাবনা উজ্জ্বল। তার ভক্ত ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন হিন্দি ছবির ঘোষণার জন্য।