English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বলিউডে পা রেখেই প্রশংসায় ভাসছেন আমিরপুত্র

- Advertisements -
বলিউডে পা রেখেছেন আমিরপুত্র জুনাইদ। আর ছেলের প্রথম সিনেমার অভিনয়ে বেশ খুশি বাবা আমির খান। শুধু বাবাই নয়, ভক্ত অনুরাগীদেরও মন জয় করেছেন জুনাইদ। আমিরপুত্রকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের ‘মহারাজ।’ যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। যদিও সিনেমাটি ঘিরে বিতর্ক চলছে ভারতে। তবে নিজের অভিনয় দক্ষতা শতভাগ প্রমাণ করেছেন জুনাইদ।
একে তো প্রথম চলচ্চিত্র, তাও আবার বায়োপিক! তাই আমিরপুত্রকে নিয়ে ভক্তদের চিন্তার শেষ ছিল না। গত কয়েক বছরে এত বেশি বায়োপিক এসেছে যে দর্শকদের এখন আর সেরকম উৎসাহ নেই জীবনীমুলক সিনেমায়। এদিকে আমির পুত্র কখনই খুব বেশি লোকসম্মুখেও আসেন না। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করে পর্দায় অনবদ্য এন্ট্রি নিয়েছেন জুনায়েদ খান।
তিনি প্রমাণ করলেন যে তিনি স্টার কিড নন, একজন নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত অভিনেতা।
১৮৬২ সালের গল্পের উপর ভিত্তি করে তৈরি ‘মহারাজ।’ যেখানে জুনায়েদ কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছিলেন। নির্মাতারা তাকে বেশ ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন। তিনি যখনই পর্দায় আসেন, ভিন্ন মেজাজে হাজির হন।
জুনায়েদ খান তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়া জয়দীপ আলহাওয়াতের মতো অভিজ্ঞদেরও পিছনে ফেলেছেন বলা চলে। শরওয়ারি ওয়াঘ, শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। 

আমির খানের ছেলে হলেও অন্যান্য তারকা সন্তানদের চেয়ে অনেক ব্যতিক্রম জুনাইদ খান। তারকা সন্তানরা অভিনয়ে হোমওয়ার্ক না করেই সরাসরি পর্দায় হাজির হন। যা তাদের সমস্যায় ফেলে। কিন্তু জুনায়েদ সেটা করেননি। তিনি তার বাবার নামের কোনওরকম সাহায্য নেননি বা তার প্রোডাকশন হাউজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশও করেননি। ৬ বছর থিয়েটার করেছেন। এরপর যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন তিনি।

২০১৭ সালে নিজেই থিয়েটার করা শুরু করেন জুনায়েদ খান এবং নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। যে কারণে তার ভিত মজবুত। একজন বিশাল বড় তারকার সন্তান হয়েও তিনি আজ পর্যন্ত গাড়ি কেনেননি। রাস্তার সাধারণ গাড়ি চেপেই যাতায়াত করেন। কারণ, তিনি নিজে থেকে কিছু করতে চান। বাবার সাহায্য নিতে চান না মোটেও। বাবার ছায়া ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ার ইচ্ছা পোষণ করেছেন একাধিকবার। আর নিজের প্রথম কাজে সেই ছাপও রাখলেন জুনাইদ। এখন সময় বলে দেবে, বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা আমিরপুত্র।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন