নাসিম রুমি: বলিউড তারকাদের অনেকেরই এখন নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সে তালিকায় আছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগনসহ অনেকেই। এবার জল্পনা, রণবীর সিংও নাকি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। তবে ক্যারিয়ারের ভাঁটা পড়ায় বলিউডে টিকে থাকতে নাকি এই সিদ্ধান্ত নিচ্ছেন নায়ক, এমনটিই জল্পনা।
করোনাকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি ক্যারিয়ারে খানিক ভাঁটা পড়েছে বললে ভুল হবে না। তার ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ এসব যেন জায়গায় পায়নি শাহরুখ-রণবীর কাপুরদের ‘পাঠান’, ‘জওয়ান’,‘অ্যানিম্যাল’-এর কাছে।
এছাড়াও গত বছর রোহিত শেট্টির সিংহাম অ্যাগেইন-এর সাইড কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, কারিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে তার ‘ডন থ্রি’র কাজ নিয়ে কোনো তথ্য নেই! আর এতেই জল্পনা, বিটাউনের প্রতিযোগিতায় টিকতে এবার প্রযোজনা সংস্থা খুলছেন রণবীর!
প্রসঙ্গত, রণবীর বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমার শুটে ব্যস্ত রয়েছেন। যে ছবিতে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তাবড় তারকাদের দেখা যাবে। আদিত্যর ‘ধুরন্ধর’-এ র এজেন্টের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। যে এক মারাত্মক মিশন নিয়ে পাকিস্তানে যাবে।