নাসিম রুমি: ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা। হেন কোনো প্রজেক্ট নেই যেখানে তাঁর দূরদর্শিতা প্রতিফলিত হয়নি।
মানুষের দৈনন্দিন জীবনযাপনে টাটা কোম্পানি ওতপ্রোতভাবে জড়িত। তা খাবার ক্ষেত্রে নুন হোক, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বিমান কোম্পানি হোক, কিংবা জামা-কাপড়ের বিশেষ ব্র্যান্ড। সব ক্ষেত্রেই নিজের ব্যবসাকে বড় করেছিলেন তিনি। তবে তাঁর আক্ষেপও বোধহয় আছে! ভারতীয় চলচ্চিত্র জগতেও নিজের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন রতন টাটা। এই একটি ক্ষেত্রে সাফল্যের স্বাদ পাননি তিনি।
প্রযোজনা করেন ২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক সাইকোলজিক্যাল সিনেমা ‘এইতবার’। বিক্রম ভাটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু প্রমুখ।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া মার্কিন ছবি ‘ফিয়ার’-এর প্রেরণায় তৈরি হয় ছবিটি। তবে বক্স অফিসে তা চরম ব্যর্থ হয়।
৯.৫ কোটি রুপির বাজেটের এই ছবি থেকে উপার্জন হয়েছিল ৫ কোটির কিছুটা বেশি। যদিও ফিল্ম ক্রিটিকদের কাছে প্রশংসা পেয়েছিল এই ছবি। আবার অনেকেই এটিকে ‘অপ্রয়োজনীয়’ সিনেমা বলে রায় দেন।
এইতবার ছবিটির অন্যতম প্রযোজক ছিলেন রতন টাটা। বিক্রম ভাটের সঙ্গে সহ-প্রযোজনা করেছিলেন তিনি। প্রথম চেষ্টাতেই ব্যর্থ হওয়ায় আর বলিউডমুখো হননি সদ্য প্রয়াত (৯ অক্টোবর) এই ধনকুবের।