সপ্তম শ্রেণিতে পড়ার সময় অভিনয়ে হাতেখড়ি হয় প্রবীর মিত্রর। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমাতে চিকিৎসকের চরিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে সূচনা হয় তার। এরপর একই পরিচালকের ‘জীবন তৃষ্ণা’ সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
বাংলা সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখা প্রবীর মিত্রকে ডেকেছিল বলিউডও। তবে সেসময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
২০১৬ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপে বলিউডে অভিনয়ের প্রস্তাব প্রসঙ্গে প্রবীর মিত্র বলেন, ‘একবার বলিউডে চলচ্চিত্রের কাজের প্রস্তাব আমি পেয়েছিলাম। ছবি না করায় শাবানা আমার ওপর খুব রেগে গিয়েছিল। তখন বুঝেছিলাম শাবানা আমার ভালো চাইত।’
সে সাক্ষাৎকারে নিজের প্রথম পারিশ্রমিকের কথাও জানান প্রবীর মিত্র। বলেন, ‘আমার জীবনের প্রথম পারিশ্রমিক ছিল আড়াই হাজার টাকা। ‘জীবন তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয় করে টাকাটা পেয়েছিলাম। সম্ভবত টাকাটা দিয়ে ছেলেমেয়ের জন্য উপহার কিনেছিলাম।’
তবে ক্যারিয়ারজুড়েই পারিশ্রমিক নিয়ে তাকে ভুগতে হয়েছে জানিয়ে প্রবীর মিত্র বলেন, ‘আমার পারিশ্রমিক ভাগ্য খুব একটা ভালো নয়। অনেকের কাজ করেছি কিন্তু পারিশ্রমিক ঠিক মতো পাইনি। অনেকে অনুরোধ করে বলতেন, দাদা, টাকাটা কম দিলাম, এটাই রেখে দেন। কেউ অনুরোধ করলে আমি কিছু বলতে পারতাম না। অবশ্য এ নিয়ে আমার কোনো দুঃখ কিংবা আক্ষেপ নেই।’
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র (৮৩) রোববার (৫ জানুয়ারি) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।