নাসিম রুমি: করিনা কাপুর খান বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন। তিনিই এবার খোলাখুলি জানালেন একদম প্রকাশ্য অনুষ্ঠানে বসেই একটি নাম বলে দিলেন করিনা কাপুর। যাঁকে তিনি বলিউডের একমাত্র জিনিয়াস বলে মনে করেন।
এটাও মনে করেন যে জিনিয়াস বলেই তিনি ঝুঁকি নেন। আর ঝুঁকি যাঁরা নেন তাঁরা সবসময় ১০০-তে ১০০ নাও পেতে পারেন। কিন্তু সেই ঝুঁকি নেওয়ার সাহস থাকার প্রশংসাই করলেন করিনা।
এটাও জানালেন এই বলিউড সুপারস্টার বাঁধাধরা চরিত্রে আটকে না থেকে নানা চরিত্রে অভিনয় করার গবেষণাটা চালিয়ে যান। আর তা করেন ভালবাসা আর অধ্যবসায় দিয়ে। করিনার চোখে বলিউডের সেই জিনিয়াস হলেন আমির খান।
লাল সিং চাড্ডা-য় অমির খানের সঙ্গে অভিনয় করেছেন করিনা। সেই প্রসঙ্গ সামনে এনেই করিনা জানান আমির যা করেন প্রাণ ঢেলে করেন। ভালবেসে করেন। এটাই তাঁকে বলিউডের জিনিয়াস বানিয়ে দিয়েছে।