English

27 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বলতে গেলে আমাকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল: রিজিয়া পারভীন

- Advertisements -

দেশের জনপ্রিয় গায়িকা রিজিয়া পারভীন। পাঁচ মাস পর সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

দেশে এসেই পরিবারকে সময় দিচ্ছেন তিনি।

এই গায়িকা জানান, আগেই দেশে ফেরার ইচ্ছে ছিল তার। কিন্তু কয়েকটি শো থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবার দেশে ফিরে বিশেষভাবে ভালো লাগছে তার।

কারণ জানিয়ে রিজিয়া পারভীন বলেন, এবারের বাংলাদেশটা একেবারেই নতুন বাংলাদেশ। কারণ দীর্ঘ ১৬ বছর আমি কোনো কাজ করতে পারিনি। বিটিভি, শিল্পকলা একাডেমিসহ সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। দু-একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করার সুযোগ পেলেও সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। বলতে গেলে আমাকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, আমি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক। তাই আমার সঙ্গে এমন করা হয়েছে। কিন্তু শিল্পীদের সঙ্গে এমন করা উচিত নয়। একজন মানুষের রাজনৈতিক আদর্শ থাকবেই, তাই বলে তাকে সবকিছু থেকে বাদ দিতে হবে এটা কেমন কথা। এ জন্য আমার নিজের কাছে নিজেরই লজ্জা লাগে। একজন শিল্পী তো সবার জন্যই। তাই রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, শিল্পীকে শিল্পীর চোখেই দেখা দরকার।

রাজনীতিতে সরব না হলেও সুযোগ পেলে মানুষের জন্য কাজ করতে চান রিজিয়া পারভীন। আর গানে আরও বেশি নিয়মিত হতে চান। ইতোমধ্যেই ভারতের শিল্পী নচিকেতা চক্রবর্তী তার জন্য ৪টি গান করেছেন। গানগুলো লেখার পাশাপাশি এর সুর ও সংগীত তিনিই করেছেন। গানগুলো আগামী ঈদে প্রকাশের ইচ্ছে আছে। এ ছাড়া স্টেজ শোতে আরও বেশি নিয়মিত হতে চান রিজিয়া পারভীন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন