মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ছিল সোমবার (২৪ জুলাই)। প্রতি বছর এই দিনে তার স্মরণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে টলিউডের অভিনয়শিল্পীদের‘মহানায়ক সম্মান’ দেওয়া হয়।
‘মহানায়ক’ সম্মাননাটি নিয়ে বরাবরই সমালোচনা হয়। অভিযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল সমর্থকদের হাতে ওঠে এই সম্মাননা। এবারও একই অভিযোগ পুরস্কারটি নিয়ে। অনেকে বলাবলি করছেন, তৃণমূলে ভিড়েই পুরস্কারটি পেয়েছেন শ্রাবন্তী।
শ্রাবন্তী চ্যাটার্জি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে অংশ নেন লোকসভা নির্বাচনে। কিন্তু পরাজিত হন। এরপর বেশিদিন আর সেই দলে থাকেননি। ধীরে ধীরে তৃণমূলে ঘেঁষতে শুরু করেন। এবার ‘মহানায়ক’ সম্মান প্রাপ্তির মধ্য দিয়ে যেন তৃণমূলের সঙ্গে তার যোগসূত্র পাকা হলো।
পুরস্কার গ্রহণের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রাবন্তী। সঙ্গে লেখেন, বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে সম্মানজনক ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি সম্মানিত এবং উচ্ছ্বসিত। এভারগ্রিন ম্যাটিনি আইডল উত্তম কুমারকে স্মরণ করছি। ধন্যবাদ সৃষ্টিকর্তা, ধন্যবাদ আমার ভক্তদের। ”
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুসারে, ‘মহানায়ক’ সম্মান প্রাপ্তিতে শ্রাবন্তী আনন্দিত হলেও নাখোশ নেটিজেনরা। যেটার নজির মিলছে তার পোস্টে কিংবা এই পুরস্কার সংক্রান্ত অন্যান্য পোস্টে।
কেউ বলেছেন, ‘এই সম্মানটার আর সম্মান থাকলো না। মুড়ি-মুড়কির মতো বিলি হচ্ছে। ’ কেউ শ্রাবন্তীকে কটাক্ষ করে বলেছেন, ‘প্রথমে বর বদল, তারপর দল বদল!’ কেউ আবার বলেছেন, ‘বিজেপির তো ছিলেন, এবার পুরস্কারের জন্য তৃণমূল হয়ে গেলেন!’ তবে এসব সমালোচনা, কটাক্ষের বিপরীতে অবশ্য শ্রাবন্তী কোনও প্রতিক্রিয়া জানাননি।