নাসিম রুমি: বরুণ ধাওয়ানের অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘বেবি জন’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। ছবির মুক্তির আগে, অনেকেই জানতে চাচ্ছেন যে, ছবির কাস্টের সদস্যরা কী পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন। বিশেষত, সালমান খানের ক্যামিও রোলে উপস্থিতি এবং বরুণ, কীর্থী সহ অন্যান্য অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে এখন বেশ আলোচনা চলছে।
সুপারস্টার সালমান খান ‘বেবি জন’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে তিনি এই চরিত্রের জন্য কোনো পারিশ্রমিক নেননি। সালমান খানের এই উদারতা সিনেমার ভক্তদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বরুণ ধাওয়ান ‘বেবি জন’-এ তার প্রধান চরিত্রের জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে, কীর্থী সুরেশ তার চরিত্রের জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
বিনোদন জগতের প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ ও রাজপাল যাদব, পাশাপাশি অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও ওয়ামিকা গাবি, প্রত্যেকে তাদের অভিনয়ের জন্য যথাক্রমে ১.৫০ কোটি, ১ কোটি, ১ কোটি এবং ৪০ লাখ রুপি পরিশ্রমিক নিয়েছেন।
‘বেবি জন’ ছবির ট্রেলারটি অ্যাকশন দৃশ্য ও কাস্টের দুর্দান্ত পারফরম্যান্সে ভরপুর, যা দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি করেছে। বরুণ ধাওয়ানের শক্তিশালী প্রবেশ, জ্যাকি শ্রফের অ্যাকশন দৃশ্য, এবং সালমান খানের উপস্থিতি ছবিটিকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রযোজক এটলি জানিয়েছেন, সালমান খানের সঙ্গে একটি পাঁচ মিনিটের অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে, যা দর্শকদের জন্য একটি বিশাল আকর্ষণ হবে। এই দৃশ্যটি একটি ‘মাস সিনে’ পরিণত হবে, যা ফিল্মের দর্শকদের মন জয় করবে।