শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর নায়িকা হিসেবে পর্দায় আবির্ভাব ঘটে তার। একে একে দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা। নিজের অভিনয়গুণ ও রূপ দেখিয়ে খুব অল্প সময়েই দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।
তবে স্বল্প ক্যারিয়ারে বিতর্কও পিছু নিয়েছিল অভিনেত্রীর। অভিনেতা বনির সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ আলোচিতে ছিলেন ঋত্বিকা। তবে এসব শুধুই মিথ্যা গুঞ্জন, এমনটাই জানালেন এই ঋত্বিকা।
সাক্ষাৎকারে বনির প্রসঙ্গ উঠতেই ঋত্বিকা বলেন, ‘বলতে পারেন, তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না। আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছি।বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে এই নিয়েও কথা বলেছি। তারাও সহমত।’
বনির সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বনির সঙ্গে কোনওদিনই কিন্তু গাঢ় বন্ধুত্ব ছিল না। কাজসূত্রে যা হয়ে থাকে, তাই।’