সময়টা স্মরণ করে তিনি বলেন, ‘পুরো বিষয়টা ভয়ংকর ছিল আমার জন্য। আমি তখন তরুণ। ইন্ডাস্ট্রিতেও নতুন। এমন একজনের সঙ্গে তারা এ আচরণ কিভাবে করতে পারে? বিষয়টা আমি এখনো বুঝতে পারি না।’বর্তমানে ‘বডি শেমিং’, ‘বুলিং’ নিয়ে নানা সচেতনতা দেখা যায়।
নব্বইয়ের দশকে এসব বিষয়ে এতটা সচেতনতা বা আলোচনা ছিল না। আর বিনোদন গণমাধ্যম সব সময়ই নিজেদের আলোচনায় রাখার জন্য এমন নানা কাজ করত। সিক্সটি মিনিটসের উপস্থাপক কেটের কাছে জানতে চেয়েছিলেন কেট এর কোনো প্রতিবাদ করেছিলেন কি না। জবাবে কেট বলেন, ‘আমি তাদের মুখোমুখি হয়েছিলাম। প্রতিবাদও করেছিলাম। তাদের বুঝিয়েছিলাম, এটা আমাকে কতটা কষ্ট দিয়েছে। আমি চেয়েছিলাম, তারা যেন ভুলটা বুঝতে পারে এবং এটা তাদের তাড়া করে বেড়ায়।’
তিক্ততার এসব গল্প শেয়ার করতে গিয়ে অশ্রুসিক্ত হতে দেখা যায় কেটকে। অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো একটু ভারী ছিলাম। কিন্তু এতটাও মোটা ছিলাম না যে আমাকে নিয়ে হাসাহাসি করতে হবে। আর ভারী শরীর হলেই বা কেন তা নিয়ে বিদ্রুপ করতে হবে? ওদের আচরণ খুবই হীন ছিল।’
কেট উইন্সলেটকে সর্বশেষ দেখা গেছে ‘লি’ শিরোনামের চলচ্চিত্রে। এটি মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী নিয়ে নির্মিত। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেছেন। এতে এলিজাবেথ লি মিলারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লি’। বর্তমানে ওটিটি প্ল্যাটফরমেও দেখা যাচ্ছে সিনেমাটি।