English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন কেট উইন্সলেট!

- Advertisements -
হলিউডের শীর্ষ অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিকের ‘রোজ’খ্যাত এই অভিনেত্রী ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা। নব্বইয়ের দশকে সিনেমায় অভিষেকের পর সাফল্য পেয়েছেন দ্রুতই। ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেট।
সাতবার অস্করে মনোনীত হয়ে তিনি ২০০৮ সালে ‘দ্য রিডার’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার ঘরে তোলেন। কিন্তু অভিনয় জীবনে চলার পথটা মোটেও সহজ ছিল না তার। একটা সময় ইন্ডাস্ট্রি থেকে নানা রকম বিদ্রুপেরও শিকার হয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের সেসব তিক্ত মুহূর্ত স্মরণ করলেন কেট।
সম্প্রতি ‘সিক্সটি মিনিটস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কেট জানান, একটা সময় শারীরিক গড়ন এবং ওজনের কারণে তাকে বিদ্রুপ করা হয়েছিল। তিনি গণমাধ্যমের সামনে এ নিয়ে প্রতিবাদও করেছেন। টাইটানিকের পর নানা পুরস্কার পাচ্ছিলেন কেট। সে সময় তার ওজন ও পোশাক নিয়ে গণমাধ্যম থেকে কিছু বিরূপ মন্তব্য আসে।
সময়টা স্মরণ করে তিনি বলেন, ‘পুরো বিষয়টা ভয়ংকর ছিল আমার জন্য। আমি তখন তরুণ। ইন্ডাস্ট্রিতেও নতুন। এমন একজনের সঙ্গে তারা এ আচরণ কিভাবে করতে পারে? বিষয়টা আমি এখনো বুঝতে পারি না।’
বর্তমানে ‘বডি শেমিং’, ‘বুলিং’ নিয়ে নানা সচেতনতা দেখা যায়।
নব্বইয়ের দশকে এসব বিষয়ে এতটা সচেতনতা বা আলোচনা ছিল না। আর বিনোদন গণমাধ্যম সব সময়ই নিজেদের আলোচনায় রাখার জন্য এমন নানা কাজ করত। সিক্সটি মিনিটসের উপস্থাপক কেটের কাছে জানতে চেয়েছিলেন কেট এর কোনো প্রতিবাদ করেছিলেন কি না। জবাবে কেট বলেন, ‘আমি তাদের মুখোমুখি হয়েছিলাম। প্রতিবাদও করেছিলাম। তাদের বুঝিয়েছিলাম, এটা আমাকে কতটা কষ্ট দিয়েছে। আমি চেয়েছিলাম, তারা যেন ভুলটা বুঝতে পারে এবং এটা তাদের তাড়া করে বেড়ায়।’
তিক্ততার এসব গল্প শেয়ার করতে গিয়ে অশ্রুসিক্ত হতে দেখা যায় কেটকে। অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো একটু ভারী ছিলাম। কিন্তু এতটাও মোটা ছিলাম না যে আমাকে নিয়ে হাসাহাসি করতে হবে। আর ভারী শরীর হলেই বা কেন তা নিয়ে বিদ্রুপ করতে হবে? ওদের আচরণ খুবই হীন ছিল।’
কেট উইন্সলেটকে সর্বশেষ দেখা গেছে ‘লি’ শিরোনামের চলচ্চিত্রে। এটি মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী নিয়ে নির্মিত। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেছেন। এতে এলিজাবেথ লি মিলারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লি’। বর্তমানে ওটিটি প্ল্যাটফরমেও দেখা যাচ্ছে সিনেমাটি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন