English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বছর শেষে বিদেশে উড়ে গেলেন একঝাঁক তারকা

- Advertisements -

নাসিম রুমি: প্রত্যেক বছরের শেষ লগ্নে ভারতের তারকাশিল্পীরা উড়ে যান বিদেশে। কেউ কেউ স্ত্রী-সন্তানদের নিয়ে, কেউবা প্রেমিকাকে নিয়ে পাড়ি জমান পছন্দের দেশে। উদ্দেশ্য, নিজেদের মতো করে অবসর যাপন ও নতুন বছরকে স্বাগত জানানো। এবারো তার ব্যত্যয় ঘটেনি। বলিউড ও ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা বিদেশে গিয়েছেন।

ক্যাটরিনা-ভিকি
অভিনেত্রী ক্যাটরিনা তার নিজ দেশ ব্রিটেনে বড়দিন উদযাপন করেছেন। কয়েক দিন আগে ইউরোপ ভ্রমণ শেষে ভারতে ফিরেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ‍ও ভিকি কৌশল। এরই মধ্যে ভারত ত্যাগ করেছেন এই চর্চিত জুটি। ২৯ ডিসেম্বর সকালে মুম্বাই এয়ারপোর্ট থেকে একটি ফ্লাইটে ভারত ছাড়েন তারা। তবে অন্য তারকাদের মতো নতুন বছর কোথায় উদযাপন করবেন সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

রাশমিকা-বিজয়
রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এরই মধ্যে ভারত ছাড়লেন পর্দার ‘শ্রীবল্লী’। গত ২৮ডিসেম্বর রাতে মুম্বাই এয়ারপোর্টে ক্যাজুয়াল লুকে উপস্থিত হন রাশমিকা। একই রাতে একই এয়ারপোর্টে দেখা যায় রাশমিকার চর্চিত প্রেমিক বিজয় দেবরকোন্ডাকে। তবে তারা কোন দেশে উড়ে গেলেন তা জানা যায়নি। নেটিজেনদের দাবি— “যে দেশেই গিয়ে থাকেন, তারা একসঙ্গে নতুন বছর উদযাপন করবেন।”

বরুণ-নাতাশা
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। চলতি বছরের ৩ জুন কন্যাসন্তানের বাবা হয়েছেন। প্রথমবার কন্যাকে নিয়ে নতুন বছর উদযাপন করতে বিদেশে উড়ে গেলেন এই অভিনেতা। গত ৩০ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় তাদের। তবে নতুন বছর কোন দেশে উদযাপন করবেন সে তথ্য জানা যায়নি।

ঐশ্বরিয়া
সংসার ভাঙার গুঞ্জন উড়িয়ে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। কয়েক দিন আগে বড়দিন ও নতুন বছর উদযাপনের লক্ষ্যে ভারত ছাড়েন ঐশ্বরিয়া। তবে সঙ্গী হিসেবে স্বামীকে নয়, বরং মেয়ে আরাধ্যকে নিয়েছেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। গত ২৭ডিসেম্বর সকালে মুম্বাই এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরেন তারা। তবে নতুন বছরকে কোন দেশ থেকে স্বাগত জানাবেন তা জানা যায়নি।

রণবীর-আলিয়া
বলিউডের চর্চিত তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। নতুন বছর উদযাপন উপলক্ষে এ জুটি কন্যা রাহাকে নিয়ে ভারতে ছেড়েছেন। গত ২৭ ডিসেম্বর বিকালে মুম্বাই এয়ারপোর্টে হাজির হন তারা। বিদায়কালে ছোট্ট রাহার উড়ন্ত চুমু মুগ্ধ করে সবাইকে। তবে আলিয়া-রণবীর কোন দেশ থেকে নতুন বছরকে স্বাগত জানাবেন তা অজানা।

কারিনা-সাইফ
বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। প্রত্যেক বছরের ন্যায় এবারো দুই পুত্রকে নিয়ে বিদেশে উড়ে গেছেন এই জুটি। এবার বেশ আগেভাগেই ভারত ত্যাগ করেন তারা। স্বামী-সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন নানা মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা। তবে বর্তমানে তারা কোন দেশে অবস্থান করছেন, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন বছরকে স্বাগত জানাতে গত বছরের মতো এবারো সুইজারল্যান্ডে গিয়েছেন কারিনা-সাইফ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন