এছাড়া ওটিটির প্রজেক্টেও সমানতালে কাজ করছেন পঙ্কজ। বলিউডের অন্যতম ব্যস্ত এই অভিনেতা এতো ব্যতিক্রমী চরিত্রে নিয়মিত অভিনয় করার মতো ব্যস্ততা কিভাবে ম্যানেজ করেন, এমন প্রশ্নের জবাব দিলেন পঙ্কজ নিজেই। অভিনেতা জানালেন, বছরে ৩৪০ দিনই কাজ করেন তিনি! তবে এখন ক্লান্তি অনুভব করেন আর কাজও কমিয়ে দিয়েছেন বলে জানান পঙ্কজ।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ‘পিটিআই’কে অভিনেতা বলেন, “যখন আপনি ক্ষুধার্ত হন, আপনি অতিরিক্ত খাওয়ার প্রবণতা করেন।
বছরে ৩৪০ দিন আমি এটা করছিলাম। এখন, আমি এটা করতে চাই না”
ত্রিপাঠিকে পরবর্তীতে দেখা যাবে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ম্যায় অটল হু’তে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রবি যাদব। ‘নাটারং’ এবং ‘বালগন্ধর্ব’-এর মতো জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমাগুলির জন্য সর্বাধিক পরিচিত তিনি।