জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী গান করেছেন। সেসব গানে উঠে এসেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জীবনের নানা দিক ও অবদানের কথা।
এবার বঙ্গবন্ধুকে নিয়ে আঞ্চলিক ভাষায় গান গাইলেন সন্দীপন। এর শিরোনাম ‘মুজিব আঁরার নেতা’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানটি তৈরি করা হয়েছে। দেশের স্বনামধন্য অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে।
‘চানকোয়াইল্লা আঁরা ও ভাই মুজিব আঁরার নেতা/ মুজিব মানে স্বাধীনতা লাল সবুজ পতাকা/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন অনুপ বড়ুয়া পিংকু। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
চট্টগ্রামের দর্শনীয় লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন মো: আরিফ খান।
গানটি নিয়ে শিল্পী সন্দীপন বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার নায়ক। আমরা তার কাছে চিরঋণী। তাকে নিয়ে বহু গান হয়েছে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাই প্রথম গান। এই গান কণ্ঠে ধারণ করতে পেরে আমি আনন্দিত। আশা করি গানটি শ্রোতাদেরও ভাল লাগবে।