নাসিম রুমি: ৬ দিনে বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ঠিকই, তবে মুক্তির আগে কম কাঠখড় পোহাতে হয়নি! দেশের হিন্দু সংগঠনগুলির মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল ‘পাঠান’। পোস্টার ছেঁড়া, জ্বালানো থেকে শুরু করে প্রেক্ষাগৃহে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে তাণ্ডব চলেছে। তবুও অপ্রতিরোধ্য শাহরুখ খান।
রিলিজের পর একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। বয়কট ঝড়ের মাঝেও কীভাবে ফিল্মকে সুপারহিট করে দেখালেন? রিলিজের পর প্রথমবার বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।
বক্সঅফিসে ‘পাঠান’-এর গগনচুম্বী সাফল্যের পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ। সেখানেই চলতে থাকা বয়কট ট্রেন্ড নিয়ে বড়সড় কথা ফাঁস করলেন কিং খান। অভিনেতা জানান, “এর জন্য গোটা টিমকে বিশেষ প্রচেষ্টা চালাতে হয়েছে।”
‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়েই যত কাণ্ড! সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। শাহরুখ বললেন, “‘পাঠান’ যাতে কোনওরকম প্রতিকূলতা কাটিয়ে শান্তিমতো মুক্তির আলো দেখতে পারে, তার জন্য অনেক ফোনাফোনি করতে হয়েছে।
একটা সময় ছিল, টিমের প্রায় সকলকেই এদিক-ওদিক ফোন করে হাতে-পায়ে ধরে বলতে হয়েছে যে, দয়া করে আমাদের সিনেমাটাকে রিলিজ করতে দিন। যাঁরা আমাদের ‘পাঠান’ রিলিজের সময় এতটা সাহায্য করেছেন, তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।”
দর্শক আর ভক্তদের ভালবাসায় আপ্লুত কিং খান অবশ্য এখানেই থামেননি। তাঁর মন্তব্য, সবার উদ্দেশ্য একটাই। সিনেমা অনেক ভালবাসা আর পরিশ্রমের ফসল। আজ আমি হই বা জন (আব্রাহাম), আমরা কিন্তু পর্দায় খলনায়কের রোল করলেও কেউ বাস্তবে খারাপ নই।
আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটা চরিত্রে অভিনয় করি মাত্র! তাই আমরা যদি সিনেমার সংলাপে এমন কিছু বলে থাকি, সেটা গল্পের জন্যই। কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। সিনেমার মাধ্যমে আরও বেশি করে খুশি, সৌজন্য, ভাতৃত্ববোধ, ভালবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।