বিয়ের ৬ মাসের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন নেহা ধুপিয়া। এবার বিয়ের পর ফের মা হতে চলেছেন নেহা। কালো পোশাকে স্পষ্ট ফুটে উঠেছে বেবিবাম্প। মেয়ে মেহেরকে সঙ্গে নিয়েই খুশির খবর ভক্তদের জানালেন নেহা ও অঙ্গদ বেদী।
তারকা জুটির দ্বিতীয় সন্তান আসার সুখবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বেবিবাম্পের ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী দেব তা ভাবতেই আমাদের দু-দিন লেগে গিয়েছে। তারপর যেটা মাথায় এল তা হল, ধন্যবাদ ভগবান।’
কিছুদিন আগেই মেয়ে মেহেরের আড়াই বছরের জন্মদিন পালনের ছবি সেশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নেহা। তখনও কিন্তু এই সুখবর দেননি অভিনেত্রী।
২০১৮ সালে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন নেহা ও অঙ্গদ বেদী। নভেম্বরের শেষেই তাদের কোলে আসে ফুটফুটে কন্যাসন্তান। বলিউডের সাহসী অভিনেত্রী নাকি বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। বি-টাউনের অন্দরে কাত পাতলেই শোনা গিয়েছিল সেই খবর। প্রথমে এই নিয়ে মুখ না খুললেও পরবর্তীকালে মেনে নিয়েছিলেন বিয়ের আগেই গর্ভবতী ছিলেন নেহা ধুপিয়া।