ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শ্রাবন্তী চ্যাটার্জি ও সোহম চক্রবর্তী। তারা দুজনেই ছোটবেলায় শোবিজে পা রাখেন। একসঙ্গে প্রায় কয়েক ডজন সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তারা। ফের পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন ‘অমানুষ’খ্যাত এই জুটি।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন একটি সিনের্মায় জুটি বাঁধতে যাচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি ও সোহম চক্রবর্তী। শোনা যাচ্ছে, এটি পরিচালনা করবেন অভিমন্যু মুখার্জি। রোমান্টিক-কমেডি ঘরনার গল্পন নিয়ে সাজানো হয়েছে এটি। এটি প্রযোজনা করবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রযোজক-পরিচালক।
পরিচালক অভিমন্যু মুখার্জির বেশ কটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সোহম-শ্রাবন্তী। এ তালিকায় রয়েছে— ‘টেকো’, ‘গুগলি’, ‘পিয়া রে’ প্রভৃতি।
২০১০ সালে ‘অমানুষ’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন শ্রাবন্তী-সোহম। সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তারা। এরপর ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘কাটমুণ্ডু’, ‘শুধু তোমারই জন্য’, ‘জিও পাগলা’, ‘বাঘ বন্দি খেলা’ প্রভৃতি সিনেমায় এ জুটিকে দেখা গেছে।