বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান বর্তমানে ভারতে কনসার্টে অংশ নিতে অবস্থান করছেন। মাটির মানুষ হিসেবেই পরিচিত এড, তাই ভক্তদের চমকে দিতে ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটের ফুটপাতে গিটার হাতে গান ধরেন তিনি। তবে সেই স্বতঃস্ফূর্ত মুহূর্ত বেশি ক্ষণ স্থায়ী হয়নি, কারণ পুলিশ এসে বন্ধ করে দেয় তার পারফর্মেন্স!
এদিন কোনো আগাম ঘোষণা ছাড়াই ‘শেপ অফ ইউ’ গাইতে শুরু করেন এড শিরান। ভক্তরা উচ্ছ্বাসে তাকে ঘিরে ধরেন, মুহূর্তেই রাস্তা জমে ওঠে। কিন্তু হঠাৎ পুলিশ এসে তার মাইকের প্লাগ খুলে দেয়, বন্ধ করে দেয় গান। কারণ হিসেবে জানানো হয়, তিনি অনুমতি ছাড়াই গান গাইছিলেন!
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, হতভম্ব এড শিরান বলছেন, “আমাদের অনুমতি নেওয়া ছিল এখানে থাকার, কিন্তু পুলিশ এসে সেটা বন্ধ করে দিচ্ছেন।”
এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, আন্তর্জাতিক তারকার প্রতি ভারতীয় পুলিশের এমন আচরণ অনভিপ্রেত। অন্যদিকে, কেউ মনে করছেন, অনুমতি না নিয়েই জনসমাগম সৃষ্টি করায় পুলিশের হস্তক্ষেপ ছিল যৌক্তিক।
কেউ কেউ আবার অতীতের দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বলেছেন, “অঘোষিত জনসমাগমে হুড়োহুড়ি লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারত!”
এড শিরান অবশ্য এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তার ভারত সফর ইতোমধ্যেই ভক্তদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।