English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪: বিজয়ী হলেন যারা

- Advertisements -

ভারতের সিনেমা জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার। প্রতিবছর বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

আর এভাবেই রোববার (২৮ জানুয়ারি) আয়োজিত হয়ে গেল ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

আর এতে জয়জয়কার ‘টুয়েলভথ ফেল’, ‘অ্যানিমেল’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা।

গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪’।

নির্মাতা ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল ছিলেন এবারের আয়োজনের সঞ্চালনায়।

এ বছর ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভথ ফেল’। সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর এবং সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। সেরা পরিচালকের ফিল্মফেয়ার ওঠেছে বিধু বিনোদ চোপড়ার হাতে।

আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে পরিচালক ও প্রযোজক ডেভিড ধাওয়ানকে। এবারের ফিল্মফেয়ারে একাধিক অ্যাওয়ার্ড পেয়েছে টুয়েলভথ ফেল এবং রকি অউর রানি কি প্রেম কাহানি।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪ :

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল

সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম

Advertisements

সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে) এবং শেফালি শাহ (থ্রি অফ আস)

সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডানকি)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিমেল)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)

উদীয়মান সংগীত প্রতিভা (আরডি বর্মন অ্যাওয়ার্ড)- শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিমেল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- সঞ্চিত বালহারা এবং অঙ্কিত বালহারা (গাঙ্গুবাই কাঠিওয়াড়ি)

সেরা গল্প : অমিত রাই (ওএমজি ২)/ দেবাশীষ মাখিজা (জোরাম)

সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

Advertisements

সেরা সংলাপ: ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল)

সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

সেরা কস্টিউম ডিজাইন: শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর)

সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)

সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিষেক (পরিচালক): তরুন দুদেজা

সেরা অভিষেক (পুরুষ): আদিত্য রাওয়াল (ফরজ)

সেরা অভিষেক (নারী): অলিজে অগ্নিহোত্রী (ফ্যারে)

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

উধাও তাজমহল!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন