নাসিম রুমি: সংগীতশিল্পী ফাহমিদা নবীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল নতুন দুটি গান। গান দুটির শিরোনাম ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ এবং ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস।
ফাহমিদা নবী জানান দুটি গানই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। এদিকে এবারের বইমেলায় প্রথমবার ফাহমিদা নবীর লেখা একটি গ্রন্থ প্রকাশ পেয়েছে।
বেশ কয়েক বছর যাবত ফাহমিদা নবী তার নিজের ফেসবুকে নানান বিষয় নিয়ে তার নিজের অনুভূতি, অনুভব নিয়মিত লিখে আসছেন। তার লেখা কথাগুলো নানান সময় সমাজের নানান সমস্যা সমাধানেরও দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
যে কারণে অনেকেই তাকে নানান সময়ে অনুরোধ করেন এই লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয়। এরপর ভক্ত, পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার নিজের জীবনের প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গান দুটি নিয়েও আশাবাদী এই শিল্পী।